পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
ভানুসিংহের পদাবলী।

(১৯)


ইমন কল্যাণ।

বার বার সখি বারণ করনু
 ন যাও মথুরা ধাম!
বিসরি প্রেম দুখ, রাজভোগ যথি[১]
 করত হমারই শ্যাম।
কি কহলি রসন? হমারই শ্যাম সো?
 কি বুঝলি পাগল প্রাণ?
অব তক[২] ঘুচল ন ভাঁতি[৩] তুয়া মন!
 সো কি হমারই শ্যাম?
শত শত দেশ পদানত যিনকো[৪]
 শত শত মানুখ দাস,

  1. যথি—যেখানে।
  2. অব তক—এখন পর্য্যন্ত।
  3. ভাঁতি—ভ্রান্তি।
  4. যিনকো—যাঁহার।