পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ

 একদিন পুতুলের বিয়ে,
 পত্র গেল দিয়ে।
 কলরব করেছিল হেসে খেলে
 নিমন্ত্রিত দল। আমি মুখচোরা ছেলে
 একপাশে সংকোচে পীড়িত। সন্ধ্যা গেল বৃথা
 পরিবেষণের ভাগে পেয়েছিনু মনে নেই কী তা।
 দেখেছিনু দ্রুতগতি দুখানি পা আসে যায় ফিরে
 কালো পাড় নাচে তারে ঘিরে।
 কটাক্ষে দেখেছি, তার কাঁকনে নিরেট রোদ
 দুহাতে পড়েছে যেন বাঁধা। অনুবোধ উপরোধ
 শুনেছিনু তার স্নিগ্ধ স্বরে।
 ফিরে এসে ঘরে
 মনে বেজেছিল তারি প্রতিধ্বনি
 অর্ধেক রজনী।
 তারপরে একদিন
 জানাশোনা হোলো বাধা
 একদিন নিয়ে তার ডাক নাম
 তারে ডাকিলাম।
 একদিন ঘুচে গেল ভয়
 পরিহাসে পরিহাসে হোলো দোঁহে কথা বিনিময়।
 কখনো বা গড়ে-তোলা দোষ
 ঘটায়েছে ছল-করা রোষ।

২০