পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գե» প্রভাত সংগীত ধুলায় বসে আপন মনে ছেলেরা খেলা করে মুখেতে হাসি সখারা মিলে যেতেছে ফিরে ঘরে । পথের ধারে, ঘরের দ্বারে বালিকা এক মেয়ে, ছোটো ভায়েরে পাড়ায় ঘুম কত কী গান গেয়ে । তাহার পানে চাহিয়া থাকি দিবস যায় চলে স্নেহেতে ভরা করুণ আঁখি, হৃদয় যায় গ’লে । এতটুকু সে পরানটিতে এতটা স্বধারাশি । কাছেতে তাই দাড়ায়ে তারে দেখিতে ভালবাসি । কোথা বা শিশু কঁাদিছে পথে মায়েরে ডাকি ডাকি, আকুল হয়ে পথিক মুখে চাহিছে থাকি থাকি । কাতর স্বর শুনিতে পেয়ে জননী ছুটে আসে,