পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শিশুর জীবন

আবার মনে বুঝি-না এই
বস্তু ব’লে কিছুই তো নেই—
বিশ্ব গড়া যা-খুশি-তাই দিয়ে


প্রথম যেদিন এসেছিলেম
নবীন পৃথ্বীতলে
রবির আলোয় জীবন মেলে দিয়ে,
সে যেন কোন্ জগৎ-জোড়া
ছেলেখেলার ছলে,
কোথাথ্থেকে কেই বা জানে কী এ!
শিশির যেমন, রাতে রাতে
কে যে তারে লুকিয়ে গাঁথে—
ঝিল্লি বাজায় গোপন ঝিনিঝিনি!
ভোরবেলা যেই চেয়ে দেখি,
আলোর সঙ্গে আলোর এ কী
ইশারাতে চলছে চেনাচিনি!


সেদিন মনে জেনেছিলেম,
নীল আকাশের পথে
ছুটির হাওয়ায় ঘুর লাগালো বুঝি!

১৪