পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

রবিবার

সোম মঙ্গল বুধ এরা সব
আসে তাড়াতাড়ি,
এদের ঘরে আছে বুঝি
মস্ত হাওয়া-গাড়ি?
রবিবার সে কেন, মা গো,
এমন দেরি করে?
ধীরে ধীরে পৌছয় সে
সকল বারের পরে।
আকাশ-পারে তার বাড়িটি
দূর কি সবার চেয়ে?
সে বুঝি মা, তোমার মতো
গরিব-ঘরের মেয়ে?

সোম মঙ্গল বুধের খেয়াল
থাকবারই জন্যেই
বাড়ি-ফেরার দিকে ওদের
একটুও মন নেই।

২৩