পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বাণীবিনিময়



আমি তখন ফুটিয়ে দিতেম
আমার যত কুঁড়ি,
কথা কইতে গিয়ে তারা
নাচন দিত জুড়ি।
উড়ো মেঘের ছায়াটি তোর
কোথায় থেকে এসে
আমার ছায়ায় ঘনিয়ে উঠে
কোথায় যেত ভেসে।
সেই হ’ত তোর বাদল-বেলার
রূপকথাটির মতো—
রাজপুত্তুর ঘর ছেড়ে যায়
পেরিয়ে রাজ্য কত।
সেই আমারে ব’লে যেত
কোথায় আলেখ লতা,
সাগর-পারের দৈত্যপুরের
রাজকন্যার কথা।
দেখতে পেতেম দুয়োরানীর
চক্ষু ভরোভরো,
শিউরে উঠে পাতা আমার
কাঁপত থরোথরো।

৮০