পাতা:নবজাতক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নবজাতক

নবজাতক

নবীন আগন্তুক,
নব যুগ তব যাত্রার পথে
চেয়ে আছে উৎসুক।
কী বার্তা নিয়ে মর্ত্যে এসেছ তুমি;
জীবন রঙ্গভূমি
তোমার লাগিয়া পাতিয়াছে কী আসন।
নর-দেবতার পূজায় এনেছ
কী নব সম্ভাষণ।
অমরলোকের কী গান এসেছ শুনে’।
তরুণ বীরের তূণে
কোন্ মহাস্ত্র বেঁধেছ কটির ’পরে
অমঙ্গলের সাথে সংগ্রাম তরে।