পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছবি-আঁকিয়ে
৬৫

ঘাট থেকে জল এনেছে ঘড়ায়—
শিবুঠাকুরের রান্না চড়ায়
তিন কন্যা যে এই।
সাদা কাগজের চর করে ধূ ধূ,
সাদা হাঁস দুটো ব’সে আছে শুধু,
কেউ কোথাও নেই।
গােল করে আঁকা এই দেখাে দিখি,
সূর্যের ছবি ঠিক হয় নি কি,
মেঘ এই দাগ যত।
শুধু কালি লেপা দেখিছ এ পাতে—
আঁধার হয়েছে এইখানটাতে,
ঠিক সন্ধ্যার মতাে।
আমি তাে পষ্ট দেখি সব-কিছু—
শালবন দেখে এই উঁচুনিচু,
মাছগুলো দেখাে জলে।


‘ছবি দেখিতে কি পায় সব লােকে—
দোষ আছে তাের মামারই দু চোখে’
বাবা এই কথা বলে।