পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৮
চিত্রবিচিত্র

যখন ফুটিয়া ওঠে
যূথী বনময়
আমার আঁচলে আনি
তার পরিচয়।
যেথা যত ফুল আছে
বনে বনে ফোটে,
আমার পরশ পেলে।
খুশি হয়ে ওঠে।
শুকতারা ওঠে ভােরে,
তুমি থাক একা,
আমিই দেখাই তারে।
ঠিকমত দেখা।
যখনি আমার শোনে
নূপুরের ধ্বনি
ঘাসে ঘাসে শিহরন
জাগে যে তখনি।
তােমার বাগানে সাজে
ফুলের কেয়ারি,
কানাকানি করে তারা
‘এসেছে পিয়ারি'