পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ওগো তুমি ভোরের পাখি,
ভোরের ছোটো পাখি!

রয়েছে বট, শতেক জটা
ঝুলছে মাটি ব্যেপে-
পাতার উপর পাতার ঘটা
উঠছে ফুলে ফেঁপে।
তাহারি কোন্ কোণের শাখে
নিদ্রাহারা ঝিঁঝির ডাকে
বাঁকিয়ে গ্রীবা ঘুমিয়েছিলে,
পাখাতে মুখ ঝেঁপে,
যেখানে বট দাড়িয়ে একা
জটায় মাটি ব্যেপে।

ওগো ভোয়ে সরল পাখি,
কহো আমায় কহো-
ছায়ায় ঢাকা দ্বিগুণ রাতে
ঘুমিয়ে যখন রহ,
হঠাৎ তোর কুলায়-’পরে
কেমন ক’রে প্রবেশ করে
আকাশ হতে আঁধার-পথে
আলোর বার্তাবহ।