পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সারথি হইয়া রথখানি তার
চালায় ধরণীময়।
রমণীরে কেবা জানে-
মন তার কোন্ খানে!
দিকে দিকে লোক সঁপি দিল প্রাণ,
দিকে দিকে তার উঠে চাটুগান-
মনে হল তবে, দীপ্ত গরবে।
চাহিল সে মোর পানে।
কিছু দিন যায়, মুখ সে ফিরায়,
ফেলে সে নয়নবারি-
‘হৃদয় কুড়ায়ে কোনো সুখ নাই’
কহে বিরহিণী নারী।

আমি কহিলাম, কারে তুমি চাও,
ওগো বিহিণী নারী?
সে কহিল, ‘আমি যারে চাই তার
নাম না কহিতে পারি।’
রমণীরে কেবা জানে-
মন তার কোন্ খানে!
সে কহিল, ‘আমি যারে চাই তারে
পলকে যদি গো পাই দেখিবারে
পুলকে তখনি লব তারে চিনি
চাহি তার মুখপানে।

২৩