পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বুঝি না-বুঝি ক্ষতি কিবা,
রব’ অবোধসম-
পেয়েছি যাহা কে লবে তাহা কাড়ি!
রয়েছে যাহা নিশিদিবা
রহিবে তাহা মম,
বুকের ধন যাবে না বুক ছাড়ি।
খুঁজিতে গিয়া বৃথাই খুঁজি,
বুঝিতে গিয়া ভুল যে বুঝি,
ঘুরিতে গিয়া কাছেরে করি দুর।
না-বোঝা মোর লিখনখানি
প্রাণের বোঝা ফেলিল টানি,
সকল গানে লাগায়ে দিল সুর।

হাজারিবাগ ১ চৈত্র ১৩০৯

১২

‘হায়  গগন নহিলে তোমায়ে ধরিবে কেবা!
ওগো  তপন, তোমায় স্বপন দেখি যে, করিতে পারি নে সেবা।’
শিশির কহিল কাঁদিয়া,
‘তোমারে রাখি যে বাঁধিয়া,
হে রবি, এমন নাহিকো আমার বল।
তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন
কেবলি অশ্রুজল।’

২৬