পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তোমার তারায় মোর আশাদীপ
রাখিব জ্বালি।
তোমার কুসুমে আমার বাসনা
দিব গো ঢালি।
তার পর হতে নিশীথে প্রাতে
তব বিচিত্র শোভার সাথে
আমারো হৃদয় জ্বলিবে, ফুটিবে,
দুলিবে সুখে-
মোর পরানের ছায়াটি পড়িবে
তোমার মুখে।

১৯

হে রাজন্, তুমি আমারে
বাশি বাজাবার দিয়েছ যে ভার
তোমার সিংহদুয়ারে-
ভুলি নাই তাহা ভুলি নাই,
মাঝে মাঝে তবু ভুলে যাই-
চেয়ে চেয়ে দেখি কে আসে কে যায়,
কোথা হতে যায় কোথা রে!

কেহ নাহি চায় থামিতে।
শিরে লয়ে বোঝ চলে যায় সোজা,
না চাহে দখিনে বামেতে।

৪০