পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বকুলের শাখে পাখি গায়,
ফুল ফুটে তব আঙিনায়-
না দেখিতে পায়, না শুনিতে চায়,
কোথা যায় কোন গ্রামেতে!

বাঁশি লই আমি তুলিয়া
তারা ক্ষণতরে পথের উপরে
বোঝা ফেলে বসে ভুলিয়া
আছে যাহা চিরপুরাতন।
তারে পায় যেন হারাধন-
বলে, ‘ফুল এ কী ফুটিয়াছে দেখি!
পাখি গায় প্রাণ খুলিয়া!’

হে রাজন্, তুমি আমারে
রেখে চিরদিন বিরামবিহীন
তোমার সিংহদুয়ারে।
যারা কিছু নাহি কহে যায়,
সুখদুখভার বহে যায়,
তারা ক্ষণতরে বিস্ময়ভরে
দাঁড়াবে পথের মাঝারে
তোমার সিংহদুয়ারে।

[কার্তিক ১৩০৯]

৪১