পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

র্তার লটপট করে বাঘছাল, র্তার বৃষ রহি রহি গরজে; র্তার বেষ্টন করি জটাজাল যত ভূজঙ্গদল তরজে। র্তার ববম্ববম্ বাজে গাল, দোলে গলায় কপালাভরণ, র্তার বিষাণে ফুকারি উঠে তান ওগো মরণ, হে মোর মরণ । শুনি শ্মশানবাসীর কলকল ওগো মরণ, হে মোর মরণ, স্বথে গৌরীর আঁখি ছলছল, র্তার কঁাপিছে নিচোলাবরণ। র্তার বাম আঁখি ফুরে থরথর, র্তার হিয়া দুরুহূরু দুলিছে, র্তার পুলকিত তনু জরজর, র্তার মন আপনারে ভুলিছে। তার মাতা কঁাদে শিরে হানি কর, ক্ষ্যাপা বরেরে করিতে বরণ, র্তার পিতা মনে মানে পরমাদ ওগো মরণ, হে মোর ময়ণ । SV