পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেখা হতে রবি উঠে নম্বছবি, লুকায় তাহারি পাছে— তপ্ত প্রাণের তীর্থস্নানের সাগর লেখায় আছে। পথিক তোমার দলে যাত্রী কজন চলে ? গনি তাহা ভাই শেষ নাহি পাই, চলেছে জলে স্থলে । তাহাঙ্গেয় বাতি জলে সারা রাতি डिभिव्र-चांकांअं-उद्गण । তাহাদের গান সারা দিনমান ধ্বনিছে জলে স্থলে । ‘সে সাগর, কহো, তবে আর কত দূরে হবে ? चांद्र क्ऊ नूद्र আর কত দূরে সেই তো শুখাই সবে। ধ্বনি তার আসে দখিন বাতাপে ঘনভৈরব রবে । কন্তু ভাবি কাছে, কৰু দূরে আছে— चाब्र क७ मूब शव !