পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অচিরবসন্ত হায় এল, গেল চলে ■ প্রত্যুপহার : প্রদীপ । জ্যৈষ্ঠ ১৩০৭ । ১৮৫ । দ্র, চিঠিপত্র ৮ পত্র ১ • • ৬ ওরে পদ্মা, ওরে মোর অস্তিম প্রেম : সমালোচনী। চৈত্র-বৈশাখ ১৩৭৮-১৩৭৯ । ১৬৪ ৭ দিয়েছ প্রশ্রয় মোরে প্রশ্রয় : ভারতী। বৈশাখ ১৩১৫ । ৪৮ ১১ হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে সাগরমন্থন : বঙ্গদর্শন। শ্রাবণ ১৩১• । ১৭৭ ১২ নববৎসরে করিলাম পণ নববর্ষের দীক্ষা : মুকুল। বৈশাখ ১৩৭৯। ৪ ১৩ হে ভারত, আজি নবীন বর্ষে নববর্ষের গান : বদর্শন। دوي ] ج۰ی د خ[پخ মাসিক পত্রে প্রচারের কথা জানা থাকিলে, কবিতার রচনাকাল নির্ণয়ে স্ববিধা হয় । ১৩১৯ বঙ্গদর্শনের নিয়মাবলীর মধ্যে ছিল : মাসের ১৫ই তারিখের মধ্যে সেই মাসের বঙ্গদর্শন না পাইলে’ ইত্যাদি। অর্থাৎ, বঙ্গদর্শন পত্র মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হইত। উৎসর্গের কতকগুলি রচনা মজুমদার-পাণ্ডুলিপিতে দেখা যায়। বর্তমান গ্রন্থে সেই কবিতাগুলির সংখ্যা হইল যথাক্রমে– ১, ১১, ২৪-২৯, \ర్సిరి-రి ఆ, 8 •, 88 \e RTIRR ) | সম্পাদন, ও গ্রন্থপরিচয়-যোজনা : কানাই সামস্ত