পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিতা মৌনী তুমি মুগ্ধ তুমি স্তব্ধ তুমি চক্ষু ছলোছলে – কথা কও, বলে কিছু বলো, — তোমার পাখীর গানে পাঠাও সে অলক্ষ্যের পানে প্রতিভাষণের বাণী, বলে তারে, হে অজানা, জানি আমি জানি, তুমি ধন্য, তুমি প্রিয়তম — নিমেষে নিমেষে তুমি চিরন্তন মম ॥ Y (t