পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিত ૨ (t প্রকাশিত আজ তুমি ছোটো বটে, যার সঙ্গে গাঠছড়া বাধা, যেন তার অাঁধা । অধিকার গৰ্ব্বভরে সে তোমারে নিয়ে চলে নিজ ঘরে । মনে জানে, তুমি তার ছায়েবানুগত, তমাল সে, তার শাখালগ্ন তুমি মাধবীর লতা । আজ তুমি রাঙা চেলি দিয়ে মোড় আগাগোড়া, জড়োসড়ো ঘোমটায় ঢাকা ছবি যেন পটে আঁকা । আসিবে যে আর একদিন, নারীর মহিমা নিয়ে হবে তুমি অন্তরে স্বাধীন বাহিরে যেমনি থাক । আজিকে এই যে বাজে শাখ এরি মধ্যে আছে গৃঢ় তব জয়ধ্বনি । জিনি লবে তোমার সংসার, হে রমণী, সেবার গৌরবে । যে জন আশ্রয় তব তোমারি আশ্রয় সেই লবে।