পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বিচিত্রিত আমি তোমার খেয়াল-স্রোতে তরী, প্রথম দেওয়া খেয়া, মাতিয়েছিলেম গ্রাবণশবর্বরী লুকিয়ে-ফোটা কেয়া । সেদিন তুমি নাওনি আমায় বুঝে, জেগে উঠে পাওনি ভাষা খুজে, দাওনি আসন পাতি’, সংশয়িত স্বপন সাথে যুঝে’ কাটল তোমার রাতি ॥ তারপরে কোন সব-ভুলিবার দিনে নাম হোলো মোর হারা । আমি যেন অকালে আশ্বিনে এক পশলার ধারা । তারপরে তো হোলো আমার জয় ;— সেই প্রদোষের ঝাপসা পরিচয় ভরল তোমার ভাষা, তারপরে তো তোমার ছন্দোময় বেঁধেছি মোর বাস ॥ চেনে কিম্বা নাই বা আমায় চেনে, তবু তোমার আমি । সেই সেদিনের পায়ের ধ্বনি জেনো আর যাবে না থামি’