পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিতা দ্বারে এক তুমি নিঃসঙ্গ প্রভাতে, অতীতের দ্বার রুদ্ধ তোমার পশ্চাতে সেথা হোলে তাবসান বসন্তের সব দান, উৎসবের সব বাতি নিবে গেল রাতে ॥ সেতারের তার হোলো চুপ, শুষ্কমালা, ভষ্মশেষ দগ্ধ গন্ধধূপ ৷ করবীর ফুলগুলি ধূলিতে হইল ধূলি, লজ্জিত সকল সজ্জা বিরস বিরূপ । সম্মুখে উদাস বর্ণচীন ক্ষীণছন্দ মন্দগতি তব রাত্রিদিন । সম্মুখে আকাশ খোলা, নিস্তব্ধ, সকল-ভোলা, মত্ততার কলরব শান্তিতে বিলীন (? (?