পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৫৬

আলো যে আজ গান করে মোর
প্রাণে গো।
কে এল মোর অঙ্গনে, কে
জানে গো;
হৃদয় আমার উদাস ক’রে
কেড়ে নিল আকাশ মোরে,
বাতাস আমায় আনন্দবাণ
হানে গো॥


দিগন্তের ঐ নীল নয়নের
ছায়াতে
কুসুম যেন বিকাশে মোর
কায়াতে।
মোর হৃদয়ের সুগন্ধ যে
বাহির হল কাহার খোঁজে,
সকল জীবন চাহে কাহার
পানে গো॥

১৪ আশ্বিন [১৩২১] শান্তিনিকেতন

৬৮