পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

৬৬

এত আলাে জ্বালিয়েছ এই গগনে
কী উৎসবের লগনে।
সব আলােটি কেমন ক’রে
ফেল আমার মুখের ’পরে,
আপনি থাক আলাের পিছনে॥


প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে
কী উৎসবের লগনে—
সব আলাে তার কেমন ক’রে
পড়ে তােমার মুখের ’পরে,
আপনি পড়ি আলাের পিছনে॥

২০ ফাল্গুন ১৩২০

শান্তিনিকেতন

৮৫