পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৮৯


সন্ধ্যাতারা যে ফুল দিল
তোমার চরণ-তলে
তারে আমি ধুয়ে দিলেম
আমার নয়ন-জলে।
বিদায়-পথে যাবার বেলা
ম্লান রবির রেখ।
সারা দিনের ভ্রমণ-বাণী
লিখল সোনার লেখা,
আমি তাতেই সুর বসালেম
আপন গানের ছলে॥


স্বর্ণ আলোর রথে চড়ে
নেমে এল রাতি,
তারি আঁধার ভ’রে আমার
হৃদয় দিনু পাতি।

১০৭