পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৯১

তোমার কাছে চাই নে আমি
অবসর।
আমি  গান শোনাব গানের পর।
বাইরে হোথায় দ্বারের কাছে।
কাজের লোকে দাঁড়িয়ে আছে,
আশা ছেড়ে যাক-না ফিরে
আপন ঘর।-
আমি  গান শোনাব গানের পর॥

জানি না এর কোনটা ভালো
কোনটা নয়।
জানি না কে কোনটা রাখে
কোনটা লয়!
চলবে হৃদয় তোমার পানে
শুধু আপন চলার গানে,
ঝরার সুখে ঝরবে সুরের
এ নির্ঝর
আমি  গান শোনাব গানের পর॥

২৪ আশ্বিন [১৩২১] বুদ্ধগয়া

১১০