পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

৯৮

পথের সাথি, নমি বারম্বার।
পথিকজনের লহাে নমস্কার।
ওগাে বিদায়, ওগাে ক্ষতি,
ওগাে দিনশেষের পতি,
ভাঙা বাসার লহাে নমস্কার॥

ওগাে নব প্রভাত-জ্যোতি,
ওগাে চিরদিনের গতি,
নূতন আশার লহাে নমস্কার।
জীবন-রথের হে সারথি,
আমি নিত্য পথের পথী,
পথে চলার লহো নমস্কার॥

২৫ আশ্বিন [১৩২১]

রেলপথে

বেলা হইতে গয়ায়

১১৭