পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
জীবন দেবতা।
১৩১
জীবন দেবতা।

ওহে অন্তরতম,
মিটেছে কি তব সকল তিয়াষ,
আসি অন্তরে মম?
দুঃখ সুখের লক্ষ ধারায়
পাত্র করিয়া দিয়েছি তোমায়,
নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ
দলিত দ্রাক্ষাসম!
কত যে বরণ, কত যে গন্ধ,
কত যে রাগিণী, কত যে ছন্দ,
গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন
বাসর শয়ন তব,—
গলায়ে গলায়ে বাসনার সোনা
প্রতিদিন আমি করেছি রচনা
তোমার ক্ষণিক খেলার লাগিয়া
মুরতি নিত্যনব!


আপনি বরিয়া লয়েছিলে মোরে
না জানি কিসের আশে!