পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০২

এই লভিনু সঙ্গ তব,
সুন্দর, হে সুন্দর।
পুণ্য হল অঙ্গ মম,
ধন্য হল অন্তর,
সুন্দর, হে সুন্দর।
আলােকে মাের চক্ষু দুটি
মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদ্‌গগনে পবন হল
সৌরভেতে মন্থর,
সুন্দর, হে সুন্দর॥

এই তােমারি পরশ-রাগে
চিত্ত হল রঞ্জিত,
এই তােমারি মিলন-সুধা।
রইল প্রাণে সঞ্চিত।
তােমার মাঝে এমনি ক’রে
নবীন করি লও যে মােরে,
এই জনমে ঘটালে মাের
জন্ম-জনমান্তর,
সুন্দর, হে সুন্দর॥

৩১ বৈশাখ [১৩২১] রামগড়। হিমালয়

১২৩