পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৪২
চিত্রা।

কেন মরে গেল নদী?
আমি  বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে
পাইবারে নিরবধি-
তাই মরে গেল নদী।


কেন ছিঁড়ে গেল তার?
আমি  অধিক আবেগে প্রাণপণ বলে
দিয়েছিনু ঝঙ্কার-
তাই ছিঁড়ে গেল তার।

৪ ফাল্গুন,
১৩০২।



প্রৌঢ়।

যৌবন নদীর স্রোতে তীব্র বেগভরে
একদিন ছুটেছিনু; বসন্ত পবন
উঠেছিল উচ্ছ্বসিয়া;—তীর-উপবন
ছেয়েছিল ফুল্লফুলে;—তরুশাখা পরে
গেয়েছিল পিককুল,—আমি ভাল করে’
দেখি নাই শুনি নাই কিছু-অনুক্ষণ