পাতা:রসকেলী.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।

এমন্ত প্রকারে কেতে যে লীলা।
আউরি কেতে যে লেখি ন হেলা॥
এমন্ত সময়ে যমুনা কূলে।
শ্রীকৃষ্ণঙ্ক বংশী তঁহি বাজিলে॥
শুণি গোপীর হোইলা চিন্তা।
যমূনা কূলকু কেমন্তে যিবা॥
কে বোলে কি শব্দ হোইলা কেহ্নে।
কুহিলি রাবিলা কদম্ব বনে॥
এ নহে বসন্ত যৌবন কাল।
কি শব্দ হোইলা মনরে ভাল॥
কে বোলে এ নহে বংশীর ধ্বনি।
বাজই সুস্বর ডাকে গোপিনী॥
সকল মনরে হোইলা আকা।
চল গো যাইণ করিবা দেখা॥