পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংস্করণের বিজ্ঞাপন ‘সংবাদপত্রে সেকালের কথা’ প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে যে-সকল পরিবর্তন ও পরিবদ্ধন করা হইল সে-সম্বন্ধে কিছু বলা আবশ্যক। প্রথমত, এই নূতন সংস্করণে প্রথম খণ্ডের পরিশিষ্ট তৃতীয় খণ্ড হইতে তুলিয়া আনিয়া বিষয় অনুসারে যথাস্থানে সন্নিবেশিত করা হইয়াছে। ‘সংবাদপত্রে সেকালের কথা’ প্রথম খণ্ড প্রকাশিত হইবার পর ১৮১৮ হইতে ১৮৩০ সনের মধ্যবর্তী যুগ সম্বন্ধে বহু নূতন তথ্য সঙ্কলিত করিয়া আমি তৃতীয় খণ্ডে প্রকাশ করি। ইহাতে বহু নুতন ঐতিহাসিক সংবাদ পাঠকবর্গের নিকট উপস্থাপিত হইলেও একই যুগ সম্বন্ধে দুই জায়গায় অনুসন্ধান করিতে র্তাহাদের অসুবিধা হইত। নুতন সংস্করণ প্রকাশকালে পরিশিষ্ট ও মূল পুস্তকের এই স্বাতন্ত্র্য বজায় রাখিবার কোনও কারণ ছিল না। সুতরাং প্রথম খণ্ডের প্রথম সংস্করণে ও তৃতীয় খণ্ডের প্রথমার্দ্ধে যে-সকল সংবাদ ছিল তাহা একত্র সন্নিবিষ্ট করিয়া পাঠকদের স্থবিধা করিয়া দেওয়া হইয়াছে । বৰ্ত্তমান সংস্করণে র্তাহারা ১৮১৮ হইতে ১৮৩৯ সনের মধ্যবর্তী যুগ সংক্রাস্ত সকল তথ্য একত্র পাইবেন । ইহা ব্যতীত এই সংস্করণে সমগ্র উদ্ধৃত সংবাদের পাঠ মূলের সহিত সযত্নে মিলাইয়া দেওয়া হইয়াছে ; পাঠকদের স্থবিধার জন্য ‘সম্পাদকীয়'-বিভাগে বহু টকা-টিপ্পনী যোগ করা হইয়াছে ; বিষয়-স্বচী অধিকতর পূর্ণাঙ্গ করা হইয়াছে ; ভূমিকা নুতন করিয়া লিখিত হইয়াছে ; এবং অধুনা-অপ্রচলিত শব্দের একটি স্বচী সংযোজিত হইয়াছে। আরও বলা প্রয়োজন, এই সংস্করণে শ্রীরামপুর কলেজে রক্ষিত প্রথম বর্ষের কয়েক সংখ্যা ‘সমাচার দর্পণ হইতে কিছু কিছু সংবাদ উদ্ধৃত হইয়াছে ও প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠার প্রতিলিপি দেওয়া হইয়াছে। প্রথম সংস্করণে এই সকল ছিল না । মোটের উপর নূতন বিষয়-বিন্যাস ও পরিবদ্ধনের ফলে গ্রন্থের আকার প্রায় দ্বিগুণ বদ্ধিত হইয়াছে । পরিশেষে এই দ্বিতীয় সংস্করণ প্রস্তুত-ব্যাপারে আমি র্যাহাদের নিকট নানা ভাবে সাহায্য পাইয়াছি তাহদের নিকট কৃতজ্ঞতা স্বীকার করা প্রয়োজন । শোভাবাজার রাজপরিবারের শ্রযুক্ত শিবপ্রসাদ দেব মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ না জানাইলে কৰ্ত্তব্যের ক্রাট হইবে। তিনি প্রয়োজন-মত রাজা রাধাকান্ত দেবের লাইব্রেরি হইতে ‘সমাচার দর্পণ পত্রের ফাইলগুলি ও বহু দুষ্প্রাপ্য গ্রন্থ আমাকে ব্যবহার করিতে না দিলে এই গ্রন্থ সংকলন করা সম্ভব হইত কি-না সন্দেহ । শ্ৰীযুক্ত সজনীকান্ত দাস, শ্ৰীযুক্ত নীরদচন্দ্র চৌধুরী, শ্ৰীযুক্ত চিস্তাহরণ চক্রবর্তী ও শ্রীযুক্ত রামকমল সিংহ আমাকে নানা ভাবে সাহায্য করিয়াছেন, এই জন্য আমি ইহাদের চারি জনের নিকটই কৃতজ্ঞ । ج