পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ‘সমাচার দর্পণ ছাড়া আরও অনেকগুলি বাংলা সংবাদপত্র ১৮৪০ সনের পূৰ্ব্বে প্রকাশিত হইয়াছিল ; তাহীদের মধ্যে এই কয়খানির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য — সম্বাদ কৌমুদী প্রথম প্রকাশকাল ৪ ডিসেম্বর, ১৮২১ /সমাচার চন্দ্রিক ox ৫ মার্চ, >brミミ - বঙ্গদূত ?? ৯ মে, ১৮২৯ !/ সংবাদ প্রভাকর ** ২৮ জানুয়ারি, ১৮৩১ জ্ঞানান্বেষণ *- ১৮ জুন, br\లి: এংবাদ পূর্ণচন্দ্রোদয় -* - ১০ জুন, ১৮৩৫ সম্বাদ ভাস্কর 23. মার্চ, >br○。 এই কাগজগুলির সব কয়খানিই দীর্ঘকাল স্থায়ী হইয়াছিল । সংবাদপত্রে আমাদের ইতিহাসের উপকরণ প্রসঙ্গে ইংরেজী সংবাদপত্রের উল্লেখ করাও প্রয়োজন । * বাংলা দেশে ইংরেজ-যুগের প্রারম্ভ হইতে একাধিক সংবাদপত্র ইংরেজী ভাষায় প্রকাশিত হইয়াছিল। কিন্তু ১৮১৮ সনের পূৰ্ব্বে বাংলা সংবাদপত্রের জন্ম হয় নাই। এই কারণে ১৮• • হইতে ১৮১৭ সন পৰ্য্যস্ত সময়ের তথ্যগুলির জন্য এবং পরবর্তী কালের বিবরণ সম্পূর্ণতর করিবার জন্য ইংরেজী সাময়িক পত্রের সাহায্য অপরিহার্য্য। এই সময়কার ইংরেজী সাময়িক পত্রের মধ্যে ‘ক্যালকাটা গেজেট,* ‘বেঙ্গুল হরকরা, গবৰ্ম্মেন্ট গেজেট, ক্যালকাটা মস্থলী জর্ণাল,’ ‘ক্যালকাটা জর্ণাল, ‘জন বুল, ‘বেঙ্গল হেরাল্ড, ‘ইণ্ডিয়া গেজেট, ‘ক্যালকাটা কুরিয়ার, ‘এশিয়াটিক অ্যামুয়েল রেজিষ্টার’ ও ‘এশিয়াটিক জৰ্ণাল' উল্লেখযোগ্য। ইংরেজদের এই সকল সাময়িক পত্রে অবশু বাঙালীর কীৰ্ত্তিকলাপের কথা বেশী নাই, তবুও যেটুকু পাওয়া যায় তাহাই আমাদের কাছে অমূল্য। বাঙালী ও ইংরেজ মিশনারীদের দ্বারা পরিচালিত এই সকল ইংরেজী সাময়িক পত্রের মধ্যে এইগুলি প্রধান :– ব্যাপটিষ্ট মিশনর সোসাইটির পীরিওডিক্যাল একাউন্টস,১৮• • সনে প্রথম প্রকাশিত । 'ফ্ৰেণ্ড অব ইণ্ডিয়া (ত্রৈমাসিক, মাসিক ও সাপ্তাহিক ) । শ্রীরামপুর হইতে ১৮১৮ সনে প্রথম প্রকাশিত । ক্যালকাটা খ্ৰীষ্টীয়ান অবজার্বার, ১৮৩২ সনে প্রথম প্রকাশিত। “হিন্দু ইন্টেলিজেন্সার’—কাশীপ্রসাদ ঘোষ সম্পাদিত । ১৮৪৬ সনে প্রথম প্রকাশিত । এই সকল পত্রিক সংগ্ৰহ করিয়া আবশুক তথ্যগুলি সঙ্কলন ও প্রকাশ করিলে ঐতিহাসকের যথেষ্ট উপকার হইবে ।

  • Selections from, Calcutta Gazettes, Vols. 1-5 ( 1784-1823 )—ইহাতে কিছু কিছু সংবাদ মিলিবে ।