পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবৰ্ত্তন १७ সাহেব চিন্তা করিয়া বলিলেন, না পণ্ডিত, এ বছর এক শো দিন ছাড়িয়েছে। ইনপেক্টরআপিসে গোলমাল করবে। কী তুমি বলছ টাল-কী ? -ऊांजमदगैौ । —ফানি নেম। যাই হোক, এতে ছুটি দেওয়া চলে না। হেডপণ্ডিত মাস্টারদের শেখানে ইংরেজী আওড়াইয়া বলিলেন, নেক্সট টু দুর্গাপূজা সাৰ্ব-গ্রেট—গ্রেট—ইয়ে— 'ফেক্টিভ্যাল’ কথাটা ভুলিয়া গিয়াছেন, অত বড় কথা মনে আনিতে পারিলেন না। সাহেব হাসিয়া বলিলেন, ইয়েস, আগুারস্ট্যাগু—ইউ মিন ফেষ্টিভ্যাল—আমি বুঝেছি। হবে না। ক্লাসে পড়াওগে যাও । - সকলেই জানিল, ছুটি হইবার কোন সম্ভাবনা নাই। কিন্তু ঠিক শেষ ঘণ্টায় মথুরা চাপরাসীকে সারকুলার-বই লইয়া ক্লাসে ক্লাসে ছুটাছুটি করিয়া বেড়াইতে দেখা গেল। তালনবমীর ছুটি হইয়া গিয়াছে। - মনে সকলেরই খুব স্মৃত্তি। জ্যোতিবিনোদের ঘরে ছাদের উপর অনেকে আড্ডা দিতে গেলেন। জ্যোতিবিনোদ বলিলেন, বাবা, কাল সেই পাগল বউটার কী কাণ্ড রাত্রে— হেডপণ্ডিত বলিলেন, কী হয়েছিল ? —আরে, কখনও কাদে কখনও হাসে। রাত্রে ছাদে কতক্ষণ বসে রইল। ওর দুই দেওর এসে শেষে ধরে নিয়ে গেল। মারলেও যা । নারাণবাবু বলিলেন, বড় কষ্ট হয় মেয়েটার জন্যে। ওর অদৃষ্টটাই খারাপ। যে বাড়ীর বধূর কথা বলা হইতেছে, বাড়ীটা বেশ বড়লোকের, স্কুলের পশ্চিম দিকে, গত ছয় মাসের মধ্যে বাড়ীটাতে অনেকগুলি বিবাহ হইয়াছিল খুব জাকজমকের সঙ্গে। সেই হিড়িকে এই মেয়েটিও বন্ধুরূপে ও-বাড়ীতে ঢোকে, কারণ তাহার পূর্বে মাস্টারের আর কোন দিন উহাকে দেখেন নাই ও-বাড়ীতে। কিন্তু বিবাহের মাসখানুেক পর হইতেই বন্থটি কেন যে পাগল হইয়া গিয়াছে, তাহা ইহার কী করিয়াই বা"জানিবেন । তবে বধুটি যে আগে ভাল ছিল, এ ব্যাপার ইহারা স্বচক্ষেই দেখিয়াছেন। ক্ষেত্রবাবু বলিলেন, হ্যা হে, সেই পাশী মেয়েটাকে আর তো দেখা যায় না ও-বাড়ীতে । ঐশবাৰু বলিলেন, ও-বাড়ীতে অন্য ভাড়াটে এসে গিয়েছে। তারা চলে গিয়েছে। —কি করে জানলে ? - - –এই দিন-পনরো থেকে দেখছি, ছাদে বাঙালী মেয়ে গিী পুরুষমানুষ ঘোরে। পাশা মেয়েটিকে ইহারা সকলেই প্রায় দুই-বছর ধরিয়া দেখিয়া আসিতে ছিল। তাহার আগে বছর পাঁচেক ও-বাড়ীতে অস্ক ভাড়াটে দেখিয়াছিলেন। মেয়েটি ছাদের লোহার চৌবাচ্চার ছায়ায় বসিয়া একমনে পিঠের উপর বেশী ফেলিয়া বলিয়া পড়িত—যেন সাক্ষাৎ সরস্বতী প্রতিমা। কোন স্কুল বা কলেজের ছাত্রী হইবে। দুপুরে বা বিকালে শতরঞ্জির উপর