পাতা:কাহিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
লক্ষ্ণীর পরীক্ষা
৯৭

নিয়ে যায় ঝুড়ি ভরিয়া দানে;
নিতে চায় নিক, কত যে নিচ্ছে-
চোখে ধুলো দেবে সেটা কি ইচ্ছে!

কল্যাণী


কেন তুই মিছে মরিস ব’কে।
ধুলো দেয়, ধুলো লাগে না চোখে।
বুঝি আমি সব, এটাও জানি-
তারা যে গরিব, আমি যে রানী।
ফাঁকি দিয়ে তারা ঘোচায় অভাব-
আমি দিই, সেটা আমার স্বভাব।
তাদের সুখ সে তারাই জানে,
আমার সুখ সে আমার প্রাণে।

ক্ষীরো


নুন খেয়ে গুণ গাহিত কভু,
দিয়ে-ধুয়ে সুখ হইত তবু।
সামনে প্রণাম পদারবিন্দে
আড়ালে তোমার করে যে নিন্দে।

কল্যাণী


সামনে যা পাই তাই যথেষ্ট,
আড়ালে কী ঘটে জানেন কেষ্ট।
সে যাই হোক গে, শুধাই তোরে-
কাল বৈকালে, বল্‌ তো মোরে,
অতিথিসেবায় অনেকগুলি