পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শলোমনের পরমগীত। Ş ১ পরমগীত ; ইহা শলেমনের। ই তিনি নিজ মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন ; কারণ তোমার প্রেম দ্রাক্ষারস হইতেও উত্তম । ৩ তোমার সুগন্ধি তৈল সৌরভে উৎকৃষ্ট ; তোমার নাম সেচিত সুগন্ধি তৈলস্বরূপ : এই জন্তই কুমারীগণ তোমাকে প্রেম করে। ৪ আমাকে অাকর্ষণ কর। আমরা তোমার পশ্চাৎ দোঁড়িব । রাজা অপেন অন্তঃপুরে আমাকে অনিয়ছেন। আমরা তোমাতে উল্লাসিত হইব, আনন্দ করিব, দ্রাক্ষীরস হইতেও তোমার প্রেমের অধিক উল্লেখ করিব ; লোকে স্থায়তঃ তোমাকে প্রেম করে। ৫ অয়ি যিরশালেমের কন্সীগণ । আমি কৃষ্ণবর্ণ, কিন্তু সুন্দরী, কেদরের তাম্বুর ছায়, শলেমনের যবনিকার ছায়। ৬ তোমরা আমার প্রতি এরূপ ভাবে দৃষ্ট করিওন যে, অামি কৃষ্ণবর্ণ, যে সূৰ্য্যই আমাকে বিবর্ণ করিয়াছে । আমার মাতৃপুত্ৰগণ আমার প্রতি কুপিত হইল, আমাকে দ্রাক্ষাক্ষেত্ৰ সকলের রক্ষিক। করিল, আমার নিজ দ্রাক্ষাক্ষেত্র আমি রক্ষা করি নাই। ৭ হে আমার প্রাণ-প্রিয়তম । আমাকে বল, তুমি [পাল] কোথায় চরাইতেছ ? মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাইতেছ ? আমি কেন অবগুণ্ঠনবতীর স্থায় হইব, তোমার সখীদের পালের নিকটে ? ৮ অয়ি নারীকুল-মন্দরি । তুমি যদি না জান, তবে পালের পদচিহ্ন ধরিয়া গমন কর, এবং পালকদের তাম্বুগুলির নিকটে তোমার ছাগবৎস দিগকে চরাও । ৯ ফরেীণের রথের এক অশ্বিনীর সহিত, অয়ি মম প্রিয়তমে। আমি তোমার তুলনা করিয়াছি। ১০ বেণী দ্বার তোমার কপোলযুগল, হার দ্বারা তোমার কণ্ঠদেশ, শোভাযুক্ত হইতেছে। ১১ আমরা তোমার জন্য সুবর্ণবেণী প্রস্তুত করিব, তাহ। রৌপ্যের গ্রন্থিবিশিষ্ট হইবে। ১২ যখন রাজা সভায় বসিলেন, আমার জটামাংসীর সৌরভ বিস্তারিত হইল। ১৩ আমার প্রিয় আমার কাছে গন্ধরস-তরুগুচ্ছবৎ, যাহা আমার কুচযুগের মধ্যে থাকে। ১৪ আমার প্রিয় আমার কাছে মেদির পুষ্পগুচ্ছবৎ, যাহা ঐন্‌-গদীর দ্রাক্ষাক্ষেত্রে জন্মে। ১৪ দেখ, তুমি হনরী, অয়ি মম প্রিয়ে। দেখ, তুমি সুন্দরী, তোমার নয়নযুগল কপোতের সদৃশ । ১৬ হে আমার প্রিয় দেখ, তুমি সুন্দর, ই, তুমি মনোহর; আর তামাদের শয্যা হরিদ্বর্ণ। ১৭ এরস বৃক্ষ আমাদের গৃহের কড়িকাষ্ঠ, দেবদার অামাদের বয়গা । ९ আমি শীরোণের গোলাপ, তলভূমির শোশন পুষ্প । ২ যেমন কণ্টকবনের মধ্যে শোশন পুষ্প, তেমনি যুবতীগণের মধ্যে তামার প্রিয়া । s = szemes ৩ যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গবৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয় ; আমি পরমহর্ষে তাহার ছায়াতে বসিলাম, তাহার ফল তামার মুখে স্বস্বাদু লাগিল । ৪ তিনি আমাকে পান-শালাতে লইয়। গেলেন, আমার উপরে প্রেমই তাহার পতাকা হইল। ৫ তোমরা দ্রাক্ষাপূপ দ্বারা আমাকে স্বস্থির কর, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ যুড়াও ; কেননা আমি প্রেম-পীড়িত । ৬ তাহার বাম হস্ত আমার মস্তকের নীচে থাকে, তাহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করে। ৭ অয়ি যিরশালেমের কস্তাগণ ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পৰ্য্যন্ত তাহার বাসন না হয়। ৮ ঐ মম প্রিয়ের রব । দেখ, তিনি আসিতেছেন, পৰ্ব্বতগণের উপর দিয়া, উপপৰ্ব্বতগণের উপর দিয়া, লম্ফে ঝম্ফে আসিতেছেন । ৯ আমার প্রিয় মৃগের ও হরিণশাবকের সদৃশ ; দেখ, তিনি আমাদের প্রাচীরের পশ্চাৎ দাড়াইয়া আছেন বাতায়ন দিয়া উকি মারিতেছেন, জাল দিয়া কটাক্ষ করিতেছেন ।

  • (ব।) আমার প্রিয়াকে । এইরূপ ৩ ৪ ৫ ও ৮ ; ৪ পদ্ভদ ।

559