পাতা:খাপছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ স্বপ্নে দেখি নৌকো আমার নদীর ঘাটে বাধা ; নদা কিম্বা আকাশ সেটা লাগল মনে ধণধণ ৷ এমন সময় হঠাৎ দেখি দিক্‌-সীমানায় গেছে ঠেকি? একটুখানি ভেসে-ওঠা ত্রয়োদশীর চাদ । “নৌকোতে তোর পার ক’রে দে” ——এই ব’লে তার কাদা । আমি বলি “ভাবনা কী তায়, আকাশ পারে নেব মিতায়, কিন্তু আমি ঘুমিয়ে আছি এই যে বিষম বাধা ; দেখছ আমার চতুদিকটা স্বপ্নজালে ফাদা ।” $ ה8