পাতা:ঊর্ম্মিমুখর.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

winter trees, the beauty of snow, the beauty of light upon water, what the old Greek called the unnumbered smiling of the Sea. “In the feeling for that beauty, if we have it, we possess a pearl of great price.” * —Lord Grey of Falloden. এ দিনট প্রথম এক বাণ্ডিল পরীক্ষার কাগজ সুনীতি বাবুব বাড়ী নিয়ে গিয়ে দিয়ে এলাম। কথা ছিল মণিকুন্তলার আজ রাজপুরে যাবে পিকনিক্‌ করতে ৮৫ লোকাল টেনে। আমিও ওদের সঙ্গে যাবে, কিন্তু ষ্টেশনে যেমনি পা দেওয়া অমনি ট্ৰেণ গেল চলে । পরের ট্রেণে গেলাম। বেগুনের মা খুব রান্না বাড়া করচেন গিয়ে দেখি। মণিকুন্তলাকে বললুম—দুদিন তোমার ওখানে গিয়ে দেখা পাইনি, এখানে এসেচ ভালই হয়েচে । আমরা খুব আনন্দ করে চা ও কলার বড় খেলাম। মনির বোন রেণুর সঙ্গে আলাপ হোল, বেশ মেয়েট, বুদ্ধিমতী খুব । সুভদ্র যে ভাল নাচতে পারে, এ আমি এই প্রথম শুনলুম মনির মুখে । রেণু আমার কাছে এসে বরে - গল্প বলুন। ছেলেমানুষ — দু একটা ভূতের গল্প শোনালুম। তারপর সে আর আমার কাছছাড়া হয় না। যেখানে আমি যাবো, সে সেইখানেই আছে উপস্থিত। বল্লে—আপনাকে আমার বড় ভাল লাগচে । তারপর সবাই মিলে cপাসপুকুপে নাইতে গেলুম। খুকীকে ডেকে নিলাম ওর বাড়ী থেকে। বোস পুকুরে সাতার দিয়ে পার হয়ে গেলাম। তারপর আর একট পুকুরে নাইলান। রেণু বল্পে—এক একজনকে কেমন হঠাৎ বড় ভাল লাগে, আপনাকে কেমন হঠাৎ লেগেচে । দেখচেন না সব সময় আপনার সঙ্গে সঙ্গে আছি ? তারপর বাড়ী এসে আমার আঙুলগুলো মট্কাতে লাগল। বরে আরজন্মে আপনার সঙ্গে সম্বন্ধ ছিল। আমি বল্লুম-আমি তোর বাবা হবে, তুই আমার মেয়ে হবি ? সে বল্লে—তাহোলে মেয়ের মতই দেখুন। বলে-পাশে এসে আমার কঁধে মাথা রেখে বস্লো। অদ্ভুত মেয়ে । মণিকুন্তলা গান গাইলে আরও নাচলে। ‘মোর ঘুমঘোরে এলে মনোহর *