পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গর-ঠিকানি


সন্ধেবেলার
মসৃণ অন্ধকারে
এখানে সেখানে
চোখে আলাে খোঁচা মারে।
তা দেখে চাঁদের
ব্যথা যদি লাগে প্রাণে,
বার্তা পাঠায়
শৈলশিখর-পানে—
বলে, “আজ হতে
জ্যোৎস্নার উৎপাতে
আলাের আঘাত
লাগাব না আর রাতে”-
ভেবে দেখাে, তবে
কথাটা কি হবে ভালাে।
তাপের জ্বলনে
সবারই কি আছে আলাে?


এখানেই চিঠি
শেষ ক'রে যাই চলে—
ভেবাে না যে তাহা
শক্তি কমেছে ব'লে;

৩৯