পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মিষ্টান্বিতা

অকল্যাণের কথা কিছু লিখনু অত্র,
বানিয়ে-লেখা ওটা মিথ্যে দুষ্টুমি।
তদুত্তরে তুমিও যখন লিখবে পত্র
বানিয়ে তখন কোরো। মিথ্যে রুষ্টুমি॥

১ জুন ১৯৩৫

[১৮ জ্যৈষ্ঠ ১৩৪২]

৮৫