পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় ১৩৪৫ পৌষে প্ৰহাসিনী কাব্যের প্রথম প্রচার। ১৩৫২ পৌষের সংস্করণে এক দিকে যেমন খাপছাড়া পর্যায়ের তিনটি কবিতা বাদ দেওয়া হয় তেমনি সংযোজন-অংশে সংকলন করা হয় চোঁদটি নূতন কবিতা । বিশ্বভারতী-কর্তৃক প্রকাশিত রবীন্দ্র-রচনাবলীর ত্রয়োবিংশ খণ্ডে প্রহাসিনী-সংকলনকালে ( ১৩৫৪ আশ্বিন ), প্রহাসিনীর নূতন সংস্করণেরই অনুসরণ করা হয়, অধিকন্তু সংযোজনঅংশে স্থান পায় আরো সাতটি নূতন কবিতা এবং বিস্তারিত গ্রন্থপরিচয়ের মধ্যে বিভিন্ন প্রসঙ্গ-স্বত্রে অগ্রথিতপূর্ব আরো দুইটি । প্ৰহাসিনীর বর্তমান সংস্করণে এই পর্যায়ের রচনা-সংকলন আরো পূর্ণাঙ্গ করার চেষ্টা করা হইয়াছে ; ফলে রবীন্দ্র-রচনাবলীর অতিরিক্ত রবীন্দ্রনাথ-রচিত স্মিত কৌতুক-রসের আরো সাতটি কবিতা সংযোজনে ও নূতন গ্রন্থপরিচয়ে সহজেই স্থান লইয়াছে। কবিতাগুলির সন্নিবেশ-ক্রমে একটি সামগ্রিক তালিকা দিলেই ইহা স্পষ্ট হইবে । ইতঃপূর্বে সাময়িক পত্রে প্রচার হইয়া থাকিলে পৃষ্ঠাঙ্কসহ তাহারও বিশদ উল্লেখ থাকিবে ।— ১ প্রবেশক : ধূমকেতু মাঝে মাঝে” ২ আধুনিক প্রবাসী । ১৩৪১ চৈত্র পৃ. ৮৩• ৩ নারীপ্রগতি বিচিত্রা । ১৩৪১ মাঘ পৃ. ১ ৪ রঙ্গ বঙ্গলক্ষ্মী। ১৩৪২ কার্তিক পৃ. ৪২১ ৫ পরিণয়মঙ্গল বিচিত্রা । ১৩৪২ চৈত্র পৃ. ৫৬৩ • প্রহাসিনীর প্রথম প্রচার-সময়ে বর্তমান তালিকা-ধৃত চতুর্দশ ও পঞ্চদশ সংখ্যার অন্তরনিবিষ্ট ছিল এই তিনটি “খাপছাড়া’ কবিতা— ১. পাবনায় বাড়ি হবে । দ্রষ্টব্য প্রচল খাপছাড়া গ্রন্থে : সংযোজন-১ ২. বালিশ নেই সে ঘুমোতে যায় } প্রচল চিত্রবিচিত্র গ্রন্থের অঙ্গীভূত ৩. পাচ দিন ভাত নেই છે ૨ ગ