পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অম্নবৰ্ত্তন - —বেশ মশাই, না-দিয়েছি তো না-দিয়েছি। মাইনে পাবেন না এখন। আপনি যা পারেন, করুন গিয়ে । ক্ষেত্রবাবু ভজস্বভাবের লোক, টুইশানির মাহিনা লইয়া একজন বৃদ্ধ ব্যক্তির সহিত ঝগড়া कब्रिवांद्र &बूखि ऊँांशद्र श्ल ना । किहू ना वजिग्रा दांशैब्र वांश्द्रि श्ग्रा श्रानिtजन। কলিকাতায় বাড়ি আছে, আপিলে মোট চাকুরিও করেন শোনা যায়, অথচ এই তো সব दिष्t; । क्षिः । অন্যমনস্কভাবে গলির মোড়ে আসিতেই ব্ল্যাক আউটের কলিকাতায় কাহার সঙ্গে ঠোকাঠুকি হইল! ক্ষেত্রবাবু বলিয়া উঠিলেন, মাপু করবেন মশাই, দেখতে পাই নি—ঘটে। গ্যাসই নিবিয়েছে— লোকটি বলিল, কে ক্ষেত্রবাৰু নাকি ? —ও ! রাখালবাবু ? - —আমিই। ভালই হল, দেখা হল এ ভাবে। আপনাদের স্কুলে কাল যাব ভাবছিলাম— —ভাল আছেন মিত্তির মশায় ? —আমাদের আবার ভাল-মন্দ ! বই দিয়ে এসেছি পাঁচ-ছটা স্কুলে—এখন ধরায় যদি, তবে বুঝতে পারি। আপনাদের স্কুলে আমার সেই নব ব্যাকরণবোধখানা ধরানোর কী করলেন ? চমৎকার বই ! ক্লাস ফাইভ আর ফোরের উপযুক্ত বই। সন্ধি আর সমাস ষে ভাবে ওতে দেওয়া— বইয়ের লিস্ট হয়েচে আপনাদের ? —এখনও হয় নি। —কেন, প্রমোশন হয় নি ? তবে বইয়ের লিস্ট হয় নি কেমন কথা ? —ন। প্রমোশন হবে বুধবার। শুক্রবারে ছুটি হবে। —আমার বইয়ের কী হল ? —হেডমাস্টারের কাছে দেওয়া হয়েছে—কী হয়, বলতে পারি নে! —আমার যে এদিকে অচল ক্ষেত্রবাবু। এই অবস্থায় প্রায় দেড়শো টাকা ধার করে বই ছাপালাম। প্রেসের দেন। এখনও বাকি। দপ্তরীর দেন তো আছেই। বাসা ভাড়া তিন মাসের বাকী। বই যদি না চলে, তবে খেতে পাব না ক্ষেত্রবাৰু। আপনারাই ভরসা। —বুঝলাম সবই রাখালবাবু, কিন্তু এ তো আর আমার হাতে নয়। আমি যতদূর বলবার বলেচি। - কথার মধ্যে সত্যের কিছু অপলপি ছিল। ক্ষেত্রবাবু বলেন নাই! রাখাল মিত্তিরের বই আজকাল অচল। তবুও হয়তো চলিত, কিন্তু বড় বড় প্রকাশকের সহিত প্রতিযোগিতা कब्रिब्रा दहे फ्रांलांना ब्रांथांज शिखिाद्रब्र क* नग्न । उांशग्ना जाश्बब्रिग्न छछ विनाष्ट्जा किडू বই দেয়, প্রাইজের সময় বই কিনিলে মোটা কমিশন দেয়। রাখাল মিত্তির ক্ষেত্রবাবুর পিছু ছাড়ে না। বলিল, আন্ধন না জামার ওখানে, একটু চা খাবেন--