পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

জ্ঞানের দৃষ্টি ও প্রেমের সম্ভোগ

‘কালো তুমি’ শুনি জাম কহে কানে কানে,
‘যে আমারে দেখে সেই কালো বলি জানে—
কিন্তু সেইটুকু জেনে ফেরো কেন, জাদু,
যে আমারে খায় সেই জানে আমি স্বাদু।’

৩৬