পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নদীর প্রতি খাল

খাল বলে, ‘মোর লাগি মাথা-কোটাকুটি,
নদীগুলা আপনি গড়ায়ে আসে ছুটি।’
‘তুমি খাল মহারাজ’ কহে পারিষদ,
‘তোমারে জোগাতে জল আছে নদীনদ।’

৪৪