পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অযোগ্যের উপহাস

নক্ষত্র খসিল দেখি দীপ মরে হেসে;
বলে, ‘এত ধুমধাম, এই হল শেষে।’
রাত্রি বলে, ‘হেসে নাও, ব’লে নাও সুখে
যতক্ষণ তেলটুকু নাহি যায় চুকে।’

৪৬