পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গালির ভঙ্গী

লাঠি গালি দেয়, ‘ছড়ি, তুই সরু কাঠি।’
ছড়ি তারে গালি দেয়, ‘তুই মোটা লাঠি।’

৬০