পাতা:গীতবিতান.djvu/৭১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র
৫৯৭

বেতার সেতার দুটো,  তবলাটা ফাটা-ফুটো,
সুরদলনীর করি এ নিয়ে যজনা—
আমরা কজনা।

১২০

আমরা  না-গান-গাওয়ার দল রে, আমরা  না-গলা-সাধার।
মোদের ভৈঁরোরাগে  প্রভাতরবি রাগে  মুখ-আঁধার।
আমাদের এই অমিল-কণ্ঠ-সমবায়ের চোটে
পাড়ার কুকুর সমস্বরে,  ও ভাই,  ভয়ে ফুক্‌রে ওঠে—
আমরা কেবল ভয়ে মরি ধুর্জটিদাদার।
মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,
ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।
আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে
মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রে
সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধার।
অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা
কোকিলগুলোর লাগে দশম-দশা।
শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,
অমনি মরি মরি
রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার।

১২১

মোদের কিছু নাই রে নাই,  আমরা ঘরে বাইরে গাই—
তাইরে নাইরে নাইরে না।  না না না।
যতই দিবস যায় রে যায়  গাই রে সুখে হায় রে হায়—
তাইরে নাইরে নাইরে না।  না না না।
যারা  সোনার চোরাবালির ’পরে  পাকা ঘরের-ভিত্তি গড়ে
তাদের  সামনে মোরা গান গেয়ে যাই— তাইরে নাইরে নাইরে না।
না না না।