পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কনকাঞ্জলি ৪ উৎসর্গ বুঝায়েছ তুমি,—ছন্দের বিভবে; কি আত্ম-বিস্তার কবিত্ব-সৌরভে। সুখদুঃখাতীত কি বঁাশরী-রবে কণদিলে আরাধ্য। লাগি। ধন জন মান যার হয় হবে— তুমি চির-স্বপ্নে জাগি ’ তাই হোক, হোক। অনস্ত স্বপনে জেগে রও চির বাণীর চরণে— রাজহংস সম, চির কলস্বনে, পক্ষ ੇ। প্রসারিয়া; করুণাময়ীর করুণ নয়নে fচর স্নেহরস পিয়া। তাই হোক, হোক। চির কবি-সুখ ভরিয়া রাখুক সে সরল বুক। জগতে থাকুক জগতের দুখ, জগতের বিসংবাদ; পিপাসা মরুক, ভরসা বাড়ক, মিটুক কল্পনা-সাধ। তাই হোক, হোক। ও পবিত্র নামে কাহুক ভাবুক নিত্য ধরাধামে। দেখুক প্রেমিক,—সুগভীর যামে, স্বপনে জগৎ ঢাকি নামিছে অমরী, ওই সুর ধরি”, আঁচলে মুছিয়া আঁখি।