পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- যেন, স্থখু चक्रभ्रकूभांब वक्लांब्लै-८थशवंलौ আকাশে তারক। কত চেয়ে প্রেমিকার মত, ঢলিয়া পড়েছে শশী মেঘের থরে। শ্রোতস্বিনী কলস্বর, আসে উষা মনোহরণ— আর তার রূপচ্ছটা মেঘে ন ধরে। এ যে রে সুখের খরা, প্রেমের স্বপনে ভরা— কণর বঁাশী গেয়ে গেল কাহার তরে। বাধিতেছিলাম মন আপন ঘরে। পথে কেন সে চমকি ক্রাসে চেয়ে গেল রে মধুর শেফালি-বাসে ছেয়ে গেল রে। স্থদুর কানন-কথা, প্রভাত-কাকলি-সম, সমীর গ্রামের ধারে গেয়ে গেল রে। গভীর বরষা-রাতে, মেঘের আড়াল হ’তে জগতের পানে চাদ চেয়ে গেল রে। ভোরে, আধ-ঘুম-ঘোরে, বঁাশীর গানটী যেন, ধরি-ধরি না ধরিতে ধেয়ে গেল রে। একটু অবশ সুখ, একটু অলস দুখ, একটা স্বপন—প্রাণ পেয়ে গেল রে।