পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३७ প্রকারুমার বাল-এন্থাবলী কবিতা গিয়েছি ভূলে, झुम्रै ছত্র মনে তুলে; মুছিয়াছি আঁখি, তবু—আসে অশ্রু আঁখি-কোণে; অলক্ষিতে পড়ে শ্বাস, শূন্তে চাই শূন্তমনে। শুকায়েছে ফুল-হার, একটু সুৰাস তার এখনো বাতাসে যেন আসিতেছে ভাসি ভাগি; যে যাহার গেছে চলে', আমি পড়ে তরুতলে; ডুবিয়া গিয়াছে জ্যোৎস্না—সম্মুখে আঁধার-রাশি। ডুবিলে রক্তিম রবি, পশ্চিমে সাঝের বেল ছুটী শেষ-রশ্মি-রেখা খেলে ত মরণ-খেলা। আকাশে চন্দ্রম-হারা— পড়ে থাকে শুক-তারা; বিজলী ছলিয়া যায়, কাদে মেঘ ঝরি ঝরি; বসন্ত জ্বলিয়া যায়, থাকে শুষ্ক পাতা পড়ি। স্বপন চলিয়া যায়, তন্দ্র করে হায় হায়। প্রিয়তম চলে গেছে, পড়ে আছে প্রেম-স্মৃতি— কখনো কল্পনা সম, কখনো কবিতাকৃতি।