পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१* अक्रब्रङ्गांत्र वफ़ांन-प्रशांवनौ কটিতটে জ্বলে মাধবী-মেখলা, উরসে বেলার মালা; নীল-বাসে ঢাকা তমু-গৌরীলতা— জলদে তড়িৎ-জাল। বকুল-সিন্ধটা পড়িছে সরিয়া, আলকে অশোক-দাম; মুরভি নিঃশ্বাসে তুলিছে নোলক, আঁখি-পদ্ম অভিরাম। পড়িছে খসিয়া বেণীর মল্লিক, তুলিছে কণিকা-ফুল; বাম করে ঝরে রসাল মঞ্জরী, দক্ষিণে পলাশ-ফুল। ফুল-ধম্ন সম স্বভুরু হ'খানি, কপাল অরধ-চাদ; চিবুকে শোভিছে মৃগমদ-বিন্দু, নয়নে কাজল-ফাদ। চম্পক-বরণ চরণে নুপুর— গুঞ্জরে মধুপ-দল; পদ-পরশনে শিহরে ধরণী, তৃণ আরো সুকোমল। কত মুখ-আশে, কত লাজে ব্রাসে, আশে-পাশে দূরে চায়। নব কুরুবক ফুল্ল মুখখানি গোলাপে রাঙ্গিয়া যায়।